আল কোরআন এর গুরুত্বপূর্ণ বাণী (পর্ব-১)

১।আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না।
২।আল্লাহর সঙ্গে শরিক করা হল সবচেয় বড় অত্যাচার ।
৩।নিশ্চয়ই আল্লাহ সবুরকারীদের সাথে আছেন।
৪।নিশ্চয়ই আল্লাহ সৎকর্মীদের সাথে আছেন।
৫।আল্লাহপাক মুমিনদের প্রতি অতি মেহেরবান।
৬।আত্নীয় স্বজনকে তার প্রাপ্য দেবে।
৭।শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখাবে এবং অসদুপায়ে উপার্জনের পরার্মশ দিবে।
৮।নিশ্চয়ই আল্লাহ সুবিচারকদের ভালবাসেন।
৯।নিশ্চয়ই আল্লাহতায়ালা ছবরদারের সঙ্গে আছেন।
১০।নিশ্চয়ই নিজের মনের বিরুদ্ধে জেহাদ করাই উত্তম জেহাদ।

১১। ক্ষমা করা উত্তম কাজ।
১২।সকালে সন্ধ্যায় তোমরা প্রভুর নাম স্মরণ কর।
১৩।জীব মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে।
১৪।ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না।
১৫। মাতা-পিতা,আত্নীয়-স্বজন,পিতৃহীন ও দরিদ্রদের প্রতি সদ্ব্যবহার করবে।
১৬।প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী,একের পাপের বোঝা অন্যে বহন করবে না।
১৭।তোমরা আল্লাহর মহিমা কীর্তন করবে ও কৃতঙ্গতা প্রকাশ করবে।
১৮।কাহারও প্রতি দোষারোপ করিও না, যদি তুমি তাহার দোষের নিশ্চিত প্রমাণ না পাও।
১৯।তারা যেন অল্প হাসে এবং কৃতকর্মের প্রায়শ্চিত্তস্বরূপ অধিক কাঁদে।
২০।যে দানের পর মনে কষ্ট দেওয়া হয় তার চেয়ে সদয় বচন ও মার্জনাই শ্রেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *